সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে। এছাড়া বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু মিসাইল আকাশে ধ্বংস করেছে।
তবে হামলায় বিমান বন্দরের কার্যক্রম বন্ধ হয়েছিলো কী না এ ব্যাপারে তাৎক্ষণিক কিছুই জানা যায়নি।
কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর মিত্রদের কাছে তেহরানের অস্ত্র সরবরাহ ব্যাহত করতেই ইসরাঈল সিরিয়ায় ধারাবাহিক হামলা চালাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় মিসাইল হামলা বৃদ্ধি করেছে ইসরাইল। ইরানপন্থী সংগঠনগুলো সেখানে শক্তিশালী হয়ে ওঠায় একে নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে দেশটি।
এরফলে এসব সংগঠনের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত জুন মাসে ইসরাইলের হামলার কারণে প্রায় দুই সপ্তাহ দামেস্ক বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে ছিল।
২০১১ সালে বাশার আল আসাদ সিরিয়ায় গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে। তখন থেকে সিরিয়ায় বিদেশি শক্তির ব্যাপক তৎপরতা দেখা যায়। সুত্র : এনডি টিভি
টিএইচ