সোমবার ভূমিকম্পে আঘাতে দু’জন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর স্থানীয় সময় আজ বৃহস্পতিবার প্রথম প্রহরেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মেক্সিকোতে। ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে পশ্চিম মেক্সিকোতে অন্তত এক জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের সময় এক নারী শহরের কেন্দ্রীয় ডক্টরস পাড়ায় তার বাড়ির সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান। ওই সময় নগরীর ভবনগুলো কাঁপছিল। আহত ওই নারীর মৃত্যু হয়েছে। তবে নগরীর অন্য কোথায় এখনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, স্থানীয় সময় গত সোমবার দুপুর ১টার দিকে সীমান্তবর্তী মিচোয়াকেন এবং কোলিমা এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বন্দর এলাকা মানজানিল্লোতে একটি স্টোরের দেয়ালধসে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি শপিংমল থেকে। সূত্র: আল-জাজিরা
এবি