মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সৌদি আরবকে নতুন আলটিমেটাম দিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত না বদলালে এক বছরের জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। খবর দ্য গার্ডিয়ানের।
ডেমোক্র্যাটদের দাবি, ওপেক প্লাসের সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনের যুদ্ধে সহায়তা করলেও মার্কিন পেট্রল পাম্পের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে।
সৌদি আরব-রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাস প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সিদ্ধান্ত না বদলালে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গণমাধ্যমকে বলেছেন, সৌদি আরবের সঙ্গে মার্কিন সম্পর্কের বৃহত্তর পুনর্মূল্যায়নের অংশ হিসেবে সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মার্কিন আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের সমালোচনা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সমালোচনা ‘তথ্যের ওপর ভিত্তি করে’ করা হয়নি বলে মন্তব্য করেছে দেশটি।
টিএইচ