জাতিসংঘের ক্লিয়ারেন্স পাওয়া দুই জাহাজ আটকে দিল সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৯:২৩ পিএম
জাতিসংঘের ক্লিয়ারেন্স পাওয়া দুই জাহাজ আটকে দিল সৌদি জোট

ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি বলেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে দুটি জাহাজকে ভিড়তে দেয়নি সৌদি নেতৃত্বাধীন আরব জোট। অথচ দুটি জাহাজকে হুদাইদা বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেয়া হয়েছিল।

ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির মুখপত্র ইসাম আল-মোতাওয়াকেল এক টুইটে বলেন, ফস এনার্জি এবং প্রিন্সেস হালিমা নামে দুটি জাহাজ সৌদি আরব আটক করেছে। অথচ জাহাজ দুটি জিবুতি থেকে জাতিসংঘের ক্লিয়ারেন্স নিয়েছিল। জাহাজ দুটিতে হাজার হাজার টন ডিজেল বহন করা হচ্ছিল। এ নিয়ে সম্প্রতি সৌদি আরব ইয়েমেন অভিমুখী তিনটি জাহাজ আটক করল।

ইয়েমেনি কর্মকর্তা বলেন, সৌদি আরবের এই ভূমিকার মধ্যদিয়ে এ কথাই পরিষ্কার হয় যে, তারা ইয়েমেনের সাধারণ জনগণের ওপর ভোগান্তি চাপিয়ে দিচ্ছে।

গত সপ্তাহে ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছিল যে, অন্য একটি জাহাজ থেকে তেল খালাস করার ব্যাপারে সামান্য দেরি হওয়ায় জাহাজটিকে ১ কোটি ১০ লাখ ডলার জরিমানা করা হয়। তিনি আরো জানান, গত ছয় মাসে হুদাইদা বন্দর অভিমুখে ৫৪টি জাহাজ এলেও মাত্র ৩৩টিকে নোঙর করার সুযোগ দেয়া হয়েছে। সূত্র: পার্সটুডে

এবি