খেরসনে উত্তর পশ্চিমে অবস্থিত শহর মাইকোলাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ নভেম্বর) ভোরের এ হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম এফএমটি নিউজের প্রতিবেদনে বলা হয়, হামলায় পাঁচতলার আবাসিক ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
টেলিগ্রামে এক পোস্টে মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানান, শুক্রবার (১১ নভেম্বর) ভোরে হামলাটি ঘটে। এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র হামলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করে জানান, রাশিয়া তাদের কৌশল অব্যাহত রেখেছে। তারাও তাদের লড়াই চালিয়ে যাবেন। ইউক্রেন ও ইউক্রেনের মানুষের প্রতি দখলদারদের সকল অপরাধের জবাবদিহি করতে হবে।
এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সম্প্রতিই শহরটি দখলে নেয় ইউক্রেনের সেনারা।
এআই