অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) কুইন্সল্যান্ড রাজ্যের উইয়েমবিলায় এ হামলা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এএফপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে চার পুলিশ সদস্য সেখানে যান এবং উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
এ সময় পুলিশের দুই সদস্য নিহত হলেও অন্য দুজন পালিয়ে যান। এ ছাড়া গোলাগুলিতে ৫৮ বছর বয়সী এক প্রতিবেশী নিহত হন।
নিহতরা হলেন রাচেল ম্যাকক্রো (২৬) ও ম্যাথু আর্নল্ড (২৯)। তারা কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পাল্টা হামলায় তিন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভার্স জানান, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে বাংলোটিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ এটিকে অস্ট্রেলিয়ার জন্য একটি হৃদয়বিদারক দিন বলে অভিহিত করেছেন।
এবি