ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ গুলি করে ভারতীয় এক যুবককে হত্যা করেছে। বাংলাদেশ-ভারত সীমান্তে ২৪ ঘণ্টার মধ্যেই ফের গুলি চালিয়েছে তারা। নিহত ওই যুবকের নাম প্রেম বর্ধন (২৬)। এ ঘটনা ঘটেছে দিনহাটার গিতালদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধা সীমান্তে।
বিএসএফের দাবি, অবৈধভাবে গরু পাচারের সময় নিজেদের টহলরত ৯০ ব্যাটালিয়নের জওয়ানরা বাধা প্রদান করে। কিন্তু পাচারকারীরা বাধা উপেক্ষা করে সীমান্ত পারাপারের চেষ্টা অব্যাহত রাখে। তখন বিএসএফ পাচারকারীদের ‘মৃদু আহত’ করার উদ্দেশ্যে রাবার বুলেট নিক্ষেপ করে, কিন্তু সেই আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
এদিকে বিএসএফের দাবি অস্বীকার করেছে নিহত যুবকের পরিবার ও প্রতিবেশীরা। তারা জানিয়েছেন, নিহত যুবক ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। ৩-৪দিন পর ফিরেও যাওয়ার কথা ছিল তার।
তাদের অভিযোগ, সীমান্ত এলাকায় তার পারিবারিক তামাক ক্ষেত দেখতে গেলে বিএসএফ গুলি করে হত্যা করে প্রেমকে। এদিন বিএসএফের তরফে মৃতদেহ আটকে রাখার অভিযোগও জানায় মৃতের পরিবার। এসময় নিহত পরিবার অভিযুক্ত বিএসএফ জওয়ানের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
এআই