শ্রীলংকায় রাষ্ট্রীয় কোষাগার খালি, ব্যয় সাশ্রয়ের নির্দেশ প্রেসিডেন্টের

আন্তর্জতাকি ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৩:৪৫ পিএম
শ্রীলংকায় রাষ্ট্রীয় কোষাগার  খালি, ব্যয় সাশ্রয়ের নির্দেশ প্রেসিডেন্টের

অর্থনৈতিক সংকটে খালি হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। এতে সরকারি কর্মচারিদের বেতন দিতে হিমশিম খাচ্ছে শ্রীলংকার সরকার। এমন পরিস্থিতিতে শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটির সব মন্ত্রণালয়কে ব্যয় সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন। 

পাশাপাশি সরকারি চাকরিজীবীদের নিয়মিত বেতনে দিতে সব মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ৫ শতাংশ কমানোর নির্দেশনাও দিয়েছেন তিনি। বিক্রমাসিংহে মন্ত্রীসভার সদস্য ও মন্ত্রীপরিষদের মুখপাত্র বান্ডুলা গুনাবর্ধেনা এ তথ্য জানিয়েছেন।  এছাড়া বেশ কয়েকটি ভাতার বরাদ্দও এক বা দুই সপ্তাহ বন্ধ থাকবে বলে জানান তিনি। 

নিউজওয়্যার এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংকটে ভুগতে থাকা শ্রীলংকা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বিক্রমাসিংহের মন্ত্রিসভা। 

মন্ত্রিপরিষদের মুখপাত্র জানান, সরকারি কোষাগারে যে অর্থনৈতিক সঙ্কটের আশংকা করেছিল সরকার, তা এখন ছাড়িয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সকল মন্ত্রণালয়কে চলতি বছরের বাজেটে বরাদ্দকৃত অর্থের ৫ শতাংশ কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, গত বছরের অর্থনৈতিক সঙ্কট থাকায় চলতি বছরে রাজস্ব আয়ে ধস নামার শঙ্কা রয়েছে।

গুনাবর্ধেনা আরো বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে গুরুতর সমস্যা দেখা দিয়েছে । এছাড়া চলতি মাসে দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের জন্য সরকার প্রদত্ত ভাতাও এখনো দেয়া সম্ভব হয়নি। এ ভাতা পৌঁছাতে আরো এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।

এআরএস