যে কারণে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ

আব্দুল কাইয়ুম প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ১১:১৭ এএম
যে কারণে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে জড়াতে পারে বেলারুশ

রাশিয়া কিংবা বেলারুশে কিয়েভ যদি আগ্রাসন চালায় তাহলে বেলারুশও ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সি পোলিশচাক। 

শুক্রবার (১৩ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয় , ইউক্রেনে যুদ্ধের শুরু থেকেই বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে রুশ সেনারা ইউক্রেনে ঢুকেছে। আর গত অক্টোবর থেকে বেলারুশে যৌথ সেনা মোতায়েন করেছে রাশিয়া।

দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতার কারণে আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেনে হামলা করার জন্য রাশিয়া বেলারুশের ভূখণ্ড ব্যবহার করতে পারে।

আলেক্সি বলেন, যদি রাশিয়া কিংবা বেলারুশে ইউক্রেনের সশস্ত্র বাহিনী আগ্রাসন চালায় তবে তা সম্মিলিতভাবে পাল্টা জবাব দেয়ার জন্য যথেষ্ট হবে।

এদিকে যুদ্ধে বেলারুশের জড়িয়ে পড়ার আশংঙ্কার কথা জানিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইউক্রেনকে বেলারুশ সীমান্তে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

এআরএস