লিথুয়ানিয়ায় একটি গ্যাস পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলে লাটভিয়া সীমান্তের কাছে পাসভালিস এলাকায় এই বিস্ফোরণ হয়।
দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের শিখায় রাতের আকাশ আলোকিত হয়ে যায়। তবে কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আর্টিস পাব্রিক্স টুইটারে লিখেছেন, ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে। এ ছাড়া ঘটনাটি নাশকতামূলক কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
পাইপলাইনের অপারেটর জানিয়েছে, বিস্ফোরণটি তাদের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে না।
গ্যাস পাইপলাইনটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী নেমুনাস বিকনিয়াস সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে আমরা নাশকতামূলক কিছু দেখতে পাই নি, তবে তদন্তে সম্ভাব্য সবকিছু মাথায় রেখেই তদন্ত করা হবে।
বিকনিয়াস জানান, ১৯৭৮ সালে নির্মিত পাইপলাইনটি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে সম্প্রতি কিছু কাজ করা হয়। সেই রক্ষণাবেক্ষণ কাজের কোনো ত্রুটি এই বিস্ফোরণে ভূমিকা রেখেছে কিনা তা খতিয়ে দেখবেন কর্মকর্তারা।
এআরএস