দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা থামছে না।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সুড়ঙ্গ পথে একটি যাত্রীবাহী বাস সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।
প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে গিয়ে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।
সূত্র: এপি
এআরএস