ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এবার বাগাড়ম্বর করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৬:৩১ পিএম
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এবার বাগাড়ম্বর করল জার্মানি

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এবার বাগাড়ম্বর করেছেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রে আসাসা। তিনি তার ভাষায় বলেছেন, জার্মানি ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না।

তিনি বুধবার (৮ ফেব্রুয়ারি) বার্লিনে এক সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান সমর্থন করে বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা স্থগিত থাকায় এখন ইউরোপের প্রধান লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা প্রদান করা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমাদের লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্র হস্তগত করা থেকে বিরত রাখা। ইউরোপ কখনও এই লক্ষ্য ভুলে যাবে না। আমরা মধ্যপ্রাচ্য ও নিকটপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা দেখতে চাই না।” তিনি আরো স্পষ্ট করে বলেন, “ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে বা পরমাণু অস্ত্রে সজ্জিত হোক তা আমরা চাই না।”

জার্মানি এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বহু বছর ধরে চলে আসা সংকট নিরসনে তেহরানকে ‘রাজনৈতিক সদিচ্ছা’ প্রদর্শন করার আহ্বান জানিয়েছিল।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এসব বক্তব্য দিলেন যখন ইরান শুরু থেকে বলে এসেছে, এদেশের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহারের লক্ষ্যে পরিচালিত হচ্ছে এবং  পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই। সূত্র: পার্সটুডে

এবি