বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছে না। দেশ দুটির আকাশে ভেসে বেড়াচ্ছে লাশের গন্ধ। দুই দেশেই নিহতের সংখ্যা বেড়ে মোট দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৫৮ জনে। খবর আল-জাজিরা।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে এখন মৃতের সংখ্যা ৩৮ হাজার ৪৪ জন। অন্যদিকে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪১৪ জন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা অন্তত চার হাজার ৪০০ জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে।
এ ছাড়া কোনো দেশই এখন পর্যন্ত নিখোঁজের তালিকা প্রকাশ করেনি। এর আগে, জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, উভয় দেশে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকেরা এখনও তাঁবু, স্কুল, হাসপাতাল, খোলা মাঠ ও তাদের নিজের গাড়িতে অবস্থান করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এআরএস