চীনে কয়লা খনি ধসে নিখোঁজ অর্ধ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:৫১ পিএম
চীনে কয়লা খনি ধসে নিখোঁজ অর্ধ শতাধিক

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত দুজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে এই ভয়াবহ ঘটনা ঘটে। ধসের পরপরই দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন।

খনিটি ইনার মঙ্গোলিয়া অঞ্চলের আলক্সা লিগে অবস্থিত। দুর্ঘটনায় জিনজিং কোল মাইনিং কোম্পানির একটি শ্যাফটে ধস পড়ে। ঘটনাস্থল থেকে ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুই শতাধিকের বেশি কর্মী উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন।

ইনার মঙ্গোলিয়ায় চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী খনিগুলোর অবস্থান।

নিয়মিতই খনি দুর্ঘটনার শিকার হন চীনের শ্রমিকরা। এর মধ্যে সুরক্ষা ব্যবস্থার অপর্যাপ্তকে দায়ী করা হয়। ২০২০ সালের ডিসেম্বরে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড লিক হওয়ার পরে ২৩ জন শ্রমিক মারা যান। পরের বছরের জানুয়ারিতে শানডং প্রদেশের সোনার খনিতে বিস্ফোরণে ১০ জন শ্রমিক প্রাণ হারান।

সূত্র: বিবিসি

এআরএস