সীমান্তে মার্শাল ল জারির পরিকল্পনা নেই: রাশিয়া

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০২:২৯ পিএম
সীমান্তে মার্শাল ল জারির পরিকল্পনা নেই: রাশিয়া
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রিয়ানস্কে আপাতত সামরিক শাসন জারির কোনো পরিকল্পনা মস্কোর নেই। খবর ইয়েনি সাফাকের।

বৃহস্পতিবার রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ব্রিয়ানস্কে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একজন নিহত এবং ১০ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, রুশ সীমান্তের ভেতরে সম্প্রতি হামলা চালিয়েছে ইউক্রেন। পুতিন ইউক্রেনের এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন।

দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। পরে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনার পর  ব্রিয়ানস্কসহ ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার সব শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান দিমিত্রি পেসকভ।

এআরএস