যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার ভোরে এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার ৫০টিরও বেশি টর্নেডো বয়ে গেছে। এরমধ্যে আরকানসাসে ৩ জন মারা গেছেন।
আরকানসাসের পুলাস্কি কাউন্টির মুখপাত্র ম্যাডেলিন রবার্টস জানিয়েছেন, অন্তত ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ইলিনয়ে অন্তত ২২টি, আইওয়াতে ৮টি, টেনেসিতে ৪টি, উইসকনসিনে ৫টি এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, লিটল রক এলাকাসহ আরকানসাসে অন্তত ১ ডজন টর্নেডোর খবর পাওয়া গেছে।