ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিষয়ক নথি পাকিস্তানে পাঠানোর অভিযোগ উঠেছে দেশটির প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) এক বিজ্ঞানীর বিরুদ্ধে।
বুধবার পুনে থেকে ওই বিজ্ঞানিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্রের জঙ্গি দমন শাখা এটিএস।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পুণেতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন অভিযুক্ত বিজ্ঞানী। ডিআরডিও থেকে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক নথিও ‘পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ (পিআইও)’কে সরবরাহ করছিলেন তিনি।
অভিযোগ উঠেছে, গত বুধবারও তিনি পিআইও`র এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরই বিষয়টি এটিএসের নজরে এলে তাকে বুধবার গ্রেপ্তার করা হয়।
আনন্দবাজারের খবরে বলা হয়, অভিযুক্ত বিজ্ঞানী সামাজিক মাধ্যমে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে পিআইও-এর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযুক্ত বিজ্ঞানী ডিআরডিও-র গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই অনেক গোপন নথি সম্পর্কেও জানতেন।
আশঙ্কা করা হচ্ছে, সংবেদনশীল সরকারি নথি পাকিস্তানের হাতে চলে যেতে পারে, যা পরবর্তীকালে বিপদ ডেকে আনতে পারে ভারতের জন্য।
এইচআর