লিবিয়ার সশস্ত্র গোষ্ঠীর বন্দুক যুদ্ধে নিহত ২৭, আহত শতাধিক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৫:৩৫ পিএম
লিবিয়ার সশস্ত্র গোষ্ঠীর বন্দুক যুদ্ধে নিহত ২৭, আহত শতাধিক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুক যুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। 

বুধবার দেশটির ইমার্জেন্সি মেডিসিন সেন্টারের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘর্ষ চলে। ২০১১ সালে দীর্ঘকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এই দুই গ্রুপ ক্ষমতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, আহতদের দেখাশোনা করতে গিয়ে যুদ্ধে আটকে পড়া কয়েক ডজন ডাক্তার ও নার্সসহ রাজধানীর দক্ষিণ শহরতলির ফ্রন্ট লাইন এলাকা থেকে মোট ২৩৪টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার আল-রাদা বাহিনী, ৪৪৪ ব্রিগেডের প্রধান কর্নেল মাহমুদ হামজাকে আটক করার কারণে সংঘর্ষের সূত্রপাত হয়।

এর আগে গত মে মাসে ত্রিপোলিতে ৪৪৪ ব্রিগেড এর এক সদস্যকে গ্রেপ্তার করার পরেও দুই পক্ষের কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়েছিল।

এআরএস