ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তারা দূরপাল্লার অস্ত্র মোতায়েন করেছেন। এখন কাজ হলো, এর সংখ্যা বাড়ানো।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এমন অস্ত্র মোতায়েন করেছে, যা সাতশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নাম না করলেও তাদের লক্ষ্য যে রাশিয়া তা বুঝে নিতে অসুবিধা হয় না।
সম্প্রতি রাশিয়ার উপর একাধিক ড্রোন হামলা হয়েছে। স্কভে বেশ কয়েকটি সামরিক পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়া জানিয়েছে। তখনই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধের কৌশল বদল করেছে। তারা এবার রাশিয়ার উপর আরো বেশি আক্রমণ শানাতে চাইছে। এবার দূরপাল্লার অস্ত্রের কথা বলে সেই ইঙ্গিতই দিলেন জেলেনস্কি।
এই অস্ত্র ইউক্রেনেই তৈরি হয়েছে। কিন্তু আর কোনো বিস্তারিত খবর দেয়া হয়নি।
জেলেনস্কি টুইট করে বলেছেন, ‘আমাদের হাতে সাতশ কিলোমিটার পাল্লার অস্ত্র এসে গেছে। এখন লক্ষ্য, এর সংখ্যা বাড়ানো।’
রাশিয়া জানিয়েছে, স্কভে শুক্রবার সকালেও তাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা একটি অজানা জিনিসকে নিষ্ক্রিয় করেছে। স্কভ ইউক্রেন থেকে ঠিক সাতশ কিলোমিটার দূরে।
ইউক্রেনের পশ্চিমা বন্ধু দেশগুলি তাদের অস্ত্র দেয়ার আগে বলে দিয়েছে যে, সেই অস্ত্র তারা রাশিয়ার এলাকায় ব্যবহার করতে পারবে না।
তবে গত একমাস ধরে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা করছে ইউক্রেন। মস্কো-সহ বিভিন্ন শহরে তারা এই হামলা চালিয়েছে।
থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্য়াটেজিক স্টাডিস গত সপ্তাহে জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার সেনাদের মনোবল ভাঙতে চাইছে। রাশিয়ার কম্যান্ডারদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে।
ইউক্রেনের সেনা ঝাপোরিজ্ঝিয়াতে বেশ কিছুটা এগোতে পেরেছে। এরপর তারা সবদিক থেকে রাশিয়াকে চাপে রাখতে চাইছে।
সূত্র: (এপি, এএফপি, রয়টার্স)
এআরএস