সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের একটি সামরিক একাডেমিতে গতকাল ড্রোন হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের (৫ অক্টোবর) এ হামলায় আহত হয়েছে অন্তত ২০০ জন। খবর বিবিসির।
নিহতদের মধ্যে সেনাসদস্য ও কর্মকর্তাদের পাশাপাশি মহিলা ও শিশুও রয়েছে।
সিরিয়ার বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিবিসি জানায়, বিকেলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরেই বিস্ফোরক বহনকারী বেশ কয়েকটি ড্রোন একাডেমিকে লক্ষ্য করে হামলা চালায়।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার একাডেমি মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিলো। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে হামলার কয়েক মিনিট আগে মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করেন। অনুষ্ঠানটি শেষ হওয়ার আনুমানিক ২০ মিনিটের মধ্যে ড্রোন হামলা হয়।
হামলার জন্য সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছে। তবে এই ঘটনায় এখনও দেশটির গৃহযুদ্ধে সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী ও জিহাদিদের পক্ষ থেকে কেউ দায় স্বীকার করেনি।
আরএস