অর্থনীতিতে ‘নোবেল’ পেলেন ক্লডিয়া গোল্ডিন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৪:০৫ পিএম
অর্থনীতিতে ‘নোবেল’ পেলেন  ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে এই বছরের নোবেল স্মারক পুরস্কার জিতেছেন ক্লডিয়া গোল্ডিন। সোমবার বিকেলে তার নাম ঘোষণা করে নোবেল কমিটি। ক্লডিয়া গোল্ডিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

গত সোমবার (২ অক্টোবর)  থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। আগেই ঘোষণা করা হয়েছে, শান্তি, সাহিত্য, চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।

এই বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ইরানের মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদি। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে নার্গেসের লড়াই এবং সবার জন্য মানবাধিকার আর স্বাধীনতাকে উন্নীত করার জন্য তাকে নোবেল দেওয়া হয়।

এ বিষয়ে অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেছেন, নার্গেস মোহাম্মদি স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তিনি নারীদের দৃষ্টির বাইরে থাকা এবং তাদের শরীর ঢেকে রাখার নিয়মের বিরুদ্ধে লড়াই করে এ সম্মাজনক পুরস্কার পান।

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন নরওয়ের লেখক জন ফসে। নরওয়েজিয়ান এ লেখক তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য এ সম্মাজনক পুরস্কার পান। এ বিষয়ে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ জানিয়েছে, তার লেখা নাটক ও গদ্য বোবাকেও কণ্ঠ দেয়।

রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

এর আগে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

আরএস