কাতার

শুক্রবার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৯:১২ পিএম
শুক্রবার সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি শুক্রবার সকাল ৭টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। এদিকে বিকেলেই হামাসের কাছে জিম্মিদের মধ্যে প্রথম দলকে মুক্তি দেওয়া হবে। খবর বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে হামাস ৫০ জন জিম্মিকে ইসরায়েলের কাছে ফেরত পাঠাবে। প্রথম দফায় ১৩ জিম্মিকে মুক্তি দিকে হামাস।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, ১৩ জন জিম্মিদের মধ্যে বয়স্কো নারী এবং কিছু শিশুদের মুক্তি দেওয়া হবে। কাতারের স্থানীয় সময় বিকাল চারটায় তাদের মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, রেড ক্রসের কাছেই জিম্মিদের দেওয়া হবে। তারাই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে।

এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্যতম বড় আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা বলছে,  আল-শিফা হাসপাতালের পরিচালক গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে হাসপাতালটির এক চিকিৎসক। এ সময় অন্যান্য বেশ কয়েকজন চিকিৎসককে ইসারায়েল বাহিনী গ্রেপ্তার করেছে বলেও দাবি করা হয়েছে।

হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা গণমাধ্যমকে জানান, আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি অন্যান্য বেশ কিছু চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময় অভিযোগ করেছে, গাজার সবচেয়ে বড় হাসপাতালটি হামাস দখল নিয়ে সেটি কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে। তবে এ দাবির পক্ষে ইসরায়েল বাহিনী কখনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি। 

আরএস