নামিবিয়ার প্রেসিডেন্ট হেগ গেইনগব আর নেই। না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যকালে তার বয়স ছিল ৮২ বছর।
স্থানীয় সময় রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে হেগ গেইনগবের মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নাঙ্গোলো এমবুম্বা এক বিবৃতিতে এসব তথ্য জানান। খবর সিএনএন।
এমবুম্বা বলেন, ‘আমি গতকালই জাতিকে জানিয়েছি, চিকিৎসক দল আমাদের রাষ্ট্রপতির সুস্থতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে। দুঃখজনকভাবে, জীবন বাঁচানোর জন্য চেষ্টা করা সত্ত্বেও নামিবিয়ার বন্ধু, রাষ্ট্রপতি চলে গেলেন।’
প্রেসিডেন্ট গেইঙ্গব ২০১৫ সাল থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে তার দ্বিতীয় মেয়াদ চলছিল। তিনি দেশেটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর, প্রাক্তন রাষ্ট্রপতি স্যাম নুজোমার অধীনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন।
/বিআরইউ