পাকিস্তানের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে দলীয় প্রার্থী শোয়েব শাহীনের পক্ষে সমাবেশ করায় ইমরান খানের ৩০ সমর্থককে গ্রেফতার করা হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে তাদেরকে আটক করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবর।
সেখানকার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পিটিআইয়ের সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করার আদেশ লঙ্ঘন করে স্লোগান দিচ্ছিল।পুলিশের দাবি, তাদের প্রায় অর্ধেকই সশস্ত্র ছিল। ঘটনাস্থল থেকে সরতে বলায় কেউ কেউ প্রতিরোধ করে।
অন্যদিকে পাকিস্তানের জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত মোট ১৫৫ টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্রপ্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে আছেন।
আদালতের আইনি বাধার কারণে ইমরান খানের দল পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন তাদের দলীয় প্রতীক ক্রিকেট ব্যাট নিষিদ্ধ করায় একেকজন প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতীকে ভোটে লড়েছেন।
পাকিস্তান কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন আরও ১২৮টি আসনের ফল ঘোষণা বাকি আছে। একটি আসনে নির্বাচন স্থগিত আছে।
বিআরইউ