পাকিস্তানের জাতীয় নির্বাচন

ভোটের দু’দিন পরেই ইমরানের ১৪ মামলায় জামিন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:২৭ পিএম
ভোটের দু’দিন পরেই ইমরানের ১৪ মামলায় জামিন
ইমরান খান | ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষ হলো মাত্র। ভোটের গণনাও শেষের পথে। এখন পর্যন্ত ২৫০ আসনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। প্রাপ্ত ফল অনুযায়ী ৯৯ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরই মধ্যে ইমরান খানকে মোট ১৪টি মামলায় জামিন দিয়েছেন আদালত (এটিসি)।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন।

এদিকে, ৪০ ঘণ্টা পরও নির্বাচনের পূর্ণ ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচনের পূর্ণ ঘোষণার আগেই শনিবার স্বস্তির খবর পেলেন ইমরান খান। 

এদিন ১২টি মামলায় জামিন পেয়েছেন তিনি। ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দেন।

পাশাপাশি ইমরান খান তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও জামিন দেওয়া হয়েছে ১৩ মামলায় ।


বিআরইউ