গতকাল থেকে রাশিয়ায় তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে রুশ বাহিনী জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বন্দর নগর ওডেসায়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
গত দুই বছরের সংঘাতে এটিই ছিল কিয়েভের সবচেয়ে বড় মাত্রার ড্রোন ও রকেট হামলা। শনিবার (১৬ মার্চ) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। আঘাতের পরপরই ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ঠিক সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।
দ্বিতীয়বারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ জন কর্মী রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন।
প্রসঙ্গত, সামরিক পরিভাষায় এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ডবল ট্যাপ হামলা বলা হয়। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ডবল ট্যাপ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
বিআরইউ