এক লাখ ফিলিস্তিনিকে রাফাহ ছাড়তে বলেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৮:০৮ পিএম
এক লাখ ফিলিস্তিনিকে রাফাহ ছাড়তে বলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফাহ শহরের এক লাখ মানুষকে অন্যত্র চলে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। শহরটিতে সামরিক অভিযান শুরুর আগে সেখানকার কিছু অংশের বাসিন্দাদের আল-মাওয়াসি বা খান ইউনিসের দিকে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনারা।

সোমবার (৬ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা রাফাহর পূর্ব অংশের বাসিন্দাদের ‘এক্সপান্ডেড হিউম্যানিট্যারিয়ান জোন’র (বিস্তৃত মানবিক অঞ্চল) দিকে সরে যাওয়ার তাগিদ দিচ্ছে।

ইসরায়েলের দাবি, মানবিক অঞ্চলগুলোতে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাবার, পানি, ওষুধসহ অন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ বেশি রয়েছে।

আইডিএফের পক্ষ থেকে এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সরকারের অনুমোদন অনুযায়ী মাঠপর্যায়ে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করেই পূর্ব রাফাহর বাসিন্দাদের পর্যায়ক্রমে মানবিক অঞ্চলে স্থানান্তর করা হবে।

ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজার উত্তরাঞ্চল ও মধ্যবর্তী এলাকাগুলো থেকে বাস্তুচ্যুত হয়ে রাফাহ শহরটিতে আশ্রয় নিয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।

হামাসের বিরুদ্ধে সাত মাস ধরে আক্রমণ চালিয়ে ইসরায়েল বলছে, রাফাহ অভিযান ছাড়া তাদের ‘বিজয় অসম্ভব’।

তবে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা সামি আবু জুহরি এই অভিযানকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে বলেছেন, এর পরিণাম হবে ভয়াবহ।

সূত্র: বিবিসি বাংলা

আরএস