গাজায় প্রাণহানি ৩৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২৪, ১০:৩৮ এএম
গাজায় প্রাণহানি ৩৬ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এদিকে হামলায় আহত হয়েছেন ৮১ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩৬ হাজার ৫০ জনে। আর আহত ফিলিস্তিনের সংখ্যা ৮১ হাজার ২৬ জন।

এদিকে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী রাফার তাল আস-সুলতান, সৌদি, তাল জারুব এবং আল-হাশাশিন এলাকায় লক্ষ্যবস্তু করে গুলি চালিয়ে যাচ্ছে।

তারা রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবু ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে। এতে ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী আগে জানিয়েছে যে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ক্যাম্পে হামলা চালিয়েছে।

ইসরায়েলের শীর্ষ সামরিক প্রসিকিউটর রাফাহ হামলাকে ‘খুব গুরুতর’ বলে বর্ণনা করেছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল।

ইএইচ