দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণ: নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৫:০৭ পিএম
দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণ: নিহত ২২

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি উৎপাদানকারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ২২ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে বেশিরভাগ কর্মীই চীনা নাগরিরক বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দেশটির রাজধানী সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। চলছে উদ্ধার অভিযান।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘নিহতদের মধ্যে ১৮ জনই চীনের নাগরিক। তবে বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

ওই ব্যাটারি কারখানার বরাত দিয়ে জানানো হয়, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিলো। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ৬ জনের মরদেহ কারখানা থেকে বের করতে দেখেছেন। তবে, প্রচণ্ড ধোঁয়া থাকায় মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

আরএস