সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিশ্বের সব রাষ্ট্রনেতাকে টপকে গেছেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে ১০ কোটি ফলোয়ারের মালিক হলেন মোদি, যেখানে ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ফলোয়ার মাত্র ২ কোটি ৬৪ লাখ।
এক্স এ যুক্ত হওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন ভারতের টানা তিনবারের প্রধানমন্ত্রী মোদি।
এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ারের সংখ্যা ১০ কোটি পার হলেও মোদি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে।
তথ্যানুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন মোদি। পরবর্তীতে ইলন মাস্কের মালিকানায় চলে যাওয়ার পর সেই টুইটার হয়ে এক্স। টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে মোদির ফলোয়ার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। জুলাই ২০২০ সালে এই সংখ্যা পৌঁছায় ৬ কোটিতে।
ইএইচ