লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত ১০৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৯:৩৬ এএম
লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় নিহত ১০৫

পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দর কর্মী রয়েছেন।

রোববার এ হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।  

এদিকে গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছে।  

রোববার রাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।  
ইয়েমেনে হামলার তথ্য স্বীকার করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।  

বিবৃতিতে তারা জানিয়েছে, রোববার ইয়েমেনের রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দর ও সেখানের কয়েকটি বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  

আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলের ওই হামলার কারণে হোদেইদার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের কোলা এলাকায় হামলা ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণাঞ্চলীয় এলাকাটিতে ১০৫ জন নিহত হয়েছেন।

ইএইচ