ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রাজধানীর কেন্দ্রে- যেখানে দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের প্রাসাদ অবস্থিত সেখানে বিস্ফোরণ হয়েছে।
সিএনএন বলছে, একটি বিস্ফোরণ সুপ্রিম কোর্টের বাইরে ঘটেছে এবং আরেকটি কংগ্রেসের কাছে ঘটেছে।
ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি কোর্টে প্রবেশের চেষ্টা করলে তাকে থামানো হয় এবং তখনেই বিস্ফোরণ হয়েছে। দেশটির পুলিশ নিশ্চিত করেছে যে তারা ভবনের বাইরে একজনের লাশ খুঁজে পেয়েছে। তবে ওই লাশের বিস্তারিত সম্পর্কে এখন পর্যন্ত জানানো হয়নি।
কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১৩ নভেম্বর) শুনানি শেষে দুইটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভবন থেকে মন্ত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে।
তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সেইসঙ্গে কোনো সন্দেহভাজনকারীকেও চিহ্নিত করা যায়নি।
দেশটির সলিসিটর জেনারেল জর্জ মেসিয়াস একে ইচ্ছাকৃত হামলা উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি এই বিস্ফোরণের তদন্ত শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট এবং নিম্নকক্ষের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের অবশ্যই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে এবং অবিলম্বে শান্তি এবং নিরাপত্তা স্থাপন করতে হবে।
দেশটির পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে সুপ্রিম কোর্টের সামনে একজনের লাশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে তিনি এনিয়ে বিস্তারিত কিছু আর কিছু জানাননি।
বিআরইউ