বাশার আল-আসাদের বাবার কবরে আগুন দিল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ১২:০০ এএম
বাশার আল-আসাদের বাবার কবরে আগুন দিল বিদ্রোহীরা

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি আগুনে পুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা।

বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এএফপিকে জানায়, বিদ্রোহীরা সমাধিস্তম্ভে আগুন লাগিয়েছে, যা আসাদ পরিবারের আলাওয়াইট সম্প্রদায়ের লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।

এএফপির ভিডিও ফুটেজে মাজারের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এছাড়া হাফেজ আল-আসাদের সমাধি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইউনিফরম পরিহিত বিদ্রোহী যোদ্ধা ও তরুণদের পুড়ে যাওয়া সমাধি দেখতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এএফপি জানিয়েছে, সমাধিটি একটি বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এর স্থাপত্য নকশা জটিল, যার বাইরের অংশে পাথরে খোদিত অলংকরণ রয়েছে। সেখানে বাশারের ভাই বাসেলসহ আসাদ পরিবারের অন্য সদস্যদের সমাধিও রয়েছে।

দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইএইচ