দিল্লিতে অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৭:৫৬ পিএম
দিল্লিতে অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশি শনাক্ত

ভারতের দিল্লি পুলিশ অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করেছে। আজ রোববার পুলিশ জানিয়েছে, রাজধানীতে অবৈধভাবে বসবাস করছেন এমন প্রায় ১৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, দিল্লি পুলিশ জানিয়েছে, বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে তাদের পরিচয় যাচাই করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বেআইনি অবস্থান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈধ নথি ছাড়া বসবাসরত ব্যক্তিদের শনাক্ত, আটক এবং ফেরত পাঠানোর কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় একাধিক অভিযান বা যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযান বা যৌথ তল্লাশি বাড়ি বাড়ি গিয়ে চালানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দিল্লি কর্তৃপক্ষ।

এদিকে ‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না।

আরএস