ড্রোন হামলায় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ১২:২৬ পিএম
ড্রোন হামলায় সাংবাদিক নিহত

রাশিয়ার মিডিয়া আউটলেট ইজভেস্টিয়া বলেছে যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের কাছে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের প্রতিবেদক নিহত হয়েছে।

শনিবার সংবাদমাধ্যমটি তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘ইজভেস্টিয়ার ফ্রিল্যান্স সংবাদদাতা আলেকজান্ডার মার্তেমিয়ানভকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালায়, গাড়িটি যোগাযোগের লাইন থেকে অনেক দূরে ছিল। গাড়িটি একটি হাইওয়ে দিয়ে যাতায়াত করছিল।’

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিখেছেন, ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত হত্যা’ বলে নিন্দা করেছেন।

জাখারোভা এটিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের ‘খুবই সন্ত্রাসী পন্থা অবলম্বন করার জন্য তার আদর্শিক বিরোধীদের নির্মূল করার জন্য একটি রক্তক্ষয়ী নৃশংসতার একটি সিরিজের আরেকটি নৃশংস অপরাধ’ বলে বর্ণনা করেছেন।

সাংবাদিকদের সুরক্ষা কমিটির দেয়া তথ্যমতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছে।

ইএইচ