তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১১:৩১ এএম
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৯ জনের মৃত্যু

তিব্বতের একটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। গেদার শহর, যা ড্যামাকসং কাউন্টির নিকটবর্তী, সেখানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে সিনহুয়া ৩০ জনের মৃত্যুর খবর প্রকাশ করলেও, পরবর্তীতে তা সংশোধন করে ৯ জনের মৃত্যুর ও ১১ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ভূমিকম্পের কারণে এলাকাজুড়ে ব্যাপক ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তবে উদ্ধার তৎপরতা চালানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত অভিযান শুরু করেছে।

এদিকে, একইদিনে নেপালেও ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে এটি আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই ভূমিকম্পটি নেপালের পাশাপাশি ভারত, ভুটান, চীন ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এছাড়া একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সূত্র: সিনহুয়া

বিআরইউ