রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ১২:০৬ এএম
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করেন, তাহলে রাশিয়া উচ্চ মাত্রার কর, শুল্ক আর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজের মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রাশিয়ার মানুষের জন্য ‍‍`ভালোবাসা‍‍` এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‍‍`সুসম্পর্কের‍‍` বর্ণনা দিয়ে শুরু করেন। এরপর তিনি সরকারি সরাসরি হুমকি দিয়েছেন, ‘এই অহেতুক যুদ্ধ বন্ধ করুন’।

তিনি লিখেছেন, ‘এটা শুধুমাত্র চরম খারাপের দিকে দিকে। আমরা যদি খুব তাড়াতাড়ি একটি চুক্তি করতে না পারি, তাহলে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে বিক্রি করা জিনিসপত্রের ওপরে বড় ধরনের কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার সামনে আর কোন উপায় থাকবে না।’

‘একটা চুক্তি করার এখনি সময়। আর কোন প্রাণহানি হওয়া উচিত নয়,’— যোগ করেন তিনি।

বিশ্বের মধ্যে এখন রাশিয়ার ওপরেই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা রয়েছে। রাশিয়ার খুব কম খাত বা পণ্য রয়েছে যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নিষেধাজ্ঞার বাইরে আছে। তবে এ ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে এর মধ্যেই রাশিয়ার ব্যাংকিং এবং সামরিক-শিল্প খাতগুলো বিকল্প মাধ্যম ব্যবহার করতে শুরু করেছে।

ইএইচ