পাকিস্তান আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:১৯ পিএম
পাকিস্তান আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর ১৮ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়ার।

নাম গোপন রাখার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, “মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।” তিনি জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। যে তিনজন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়া দুজন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

মূলত আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার। বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।

আরএস