২৩ কুর্দি যোদ্ধাকে হত্যা করলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:২৫ পিএম
২৩ কুর্দি যোদ্ধাকে হত্যা করলো তুরস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালিয়ে কুর্দি যোদ্ধাদের ২৩ জনকে হত্যা করেছে তুরস্ক। রোববার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আঙ্কারা। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকে কুর্দিদের ওপর হামলা জোরদার করে তুরস্ক। খবর রয়টার্স

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে তারা সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া এবং নিষিদ্ধ সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) সদস্য।

পিকেক এবং ওয়াইপিজিকে অভিন্ন গোষ্ঠী বলে মনে করে তুরস্ক। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আলাদা গোষ্ঠী হিসেবে দেখে। ওয়াশিংটন পিকেকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করেছে। অন্যদিকে সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে ওয়াইপিজিকে প্রধান মিত্র হিসেবে ঘোষণা দিয়েছে।

যদিও তুরস্ক দীর্ঘ সময় ধরে ওয়াইপিজির ওপর থেকে থেকে ওয়াশিংটনের সমর্থন উঠিয়ে নেয়ার আহ্বান জানিয়ে আসছে এবং আশা করছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সংস্কার করবেন।

তুরস্ক এবং তার মিত্ররা সিরিয়াতে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত বছরের ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তাদের ওপর হামলা আরও জোরদার করা হয়েছে।

তুরস্কের দাবি, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ ওয়াইপিজিকে অবশ্যই সশস্ত্র অবস্থা পরিহার করতে হবে অন্যথায় তাদেরকে সামরিক অভিযানের মুখোমুখি হতে হবে।

এদিকে বাইডেনের প্রশাসের অধীনে যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সৈন্য এসডিএফ এবং ওয়াইপিজির হয়ে সিরিয়াতে লড়াই করছে। 

আরএস