ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:৫২ পিএম
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা প্রস্তুতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি খুব শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, "এটি শিগগিরই হবে, তবে নির্দিষ্ট কোনো সময় নেই। আমরা দেখব কী ঘটে।"

এ মাসে কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "আমি মনে করি, তিনি যুদ্ধ বন্ধ করতে চান।"

এয়ার ফোর্স ওয়ানে উড্ডয়নের পর ট্রাম্প বলেছিলেন, "তারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে এবং আমি মনে করি, পুতিন যুদ্ধ শেষ করতে চান।"

পুতিনের লক্ষ্য ইউক্রেনের সব অঞ্চল দখল করা কি না- এ প্রশ্নে ট্রাম্প বলেন, "এটি হলে আমাদের জন্য বড় সমস্যা হবে।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই যুদ্ধ শেষ করার আশাবাদ ব্যক্ত করার পর ট্রাম্প এ মন্তব্য করেন। রুবিও আরও বলেন, "এটি কাজের মাধ্যমে পরবর্তী কিছু সপ্তাহে নির্ধারিত হবে।"

তবে, রুবিও সাফ জানিয়ে দেন, "একটি ফোন কল দিয়ে এ ধরনের জটিল যুদ্ধ সমাধান সম্ভব নয়।"

ইএইচ