মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১০:৫০ এএম
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪

মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৬৭০ জন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুমান করেছে যে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। এদিকে, ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ভূমিকম্পে নিহতের পাশাপাশি ব্যাপক ভবন ধসের ঘটনা ঘটে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পটি এতই শক্তিশালী যে এর তীব্র প্রভাব অনুভূত হয় বাংলাদেশ, চীন, থাইল্যান্ড এবং ভিয়েতনামেও।

ইউএসজিএসের মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ১২ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক হয়।

মিয়ামারের রাজধানী নেপিদো থেকে তোলা ছবিতে দেখা গেছে, ভূমিকম্পে সরকারি কর্মচারীদের থাকার জন্য ব্যবহার করা একাধিক ভবন ধ্বংস হয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা হচ্ছে।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের কেন্দ্রস্থলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরে মিয়ানমার এবং থাইল্যান্ডের উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করার জন্য লড়াই করছেন। সূত্র: বিবিসি।

বিআরইউ