এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলো চীন। তিনদিন আগে যুক্তরাষ্ট্রের দেওয়া শুল্কারোপের পর পাল্টা এই পদক্ষেপ নিলো চীনের অর্থ মন্ত্রণালয়।
শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ১০ এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক বসবে।
যদিও ৪ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির ওপর নিয়ন্ত্রণ কার্যকর করেছে চীন। এগুলোর মধ্যে রয়েছে- সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম প্রভৃতি বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করেছে চীন।
এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট ৫৪ শতাংশে দাঁড়ায়।
বিআরইউ