গাজায় ইসরায়েলের হামলা, নিহত আরও ৭০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৯:৫০ এএম
গাজায় ইসরায়েলের হামলা, নিহত আরও ৭০

ইসরাইলি বাহিনীর এক দিনের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭০ জন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত গাজা সিটি, উত্তরে জাবালিয়া ও দক্ষিণে রাফার আশপাশে এসব হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আলজাজিরার খবরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বর্তমানে রাফার শাবৌর ও তেল আস সুলতান এলাকায় ঘাঁটি স্থাপন করেছে আইডিএফ। সেখান থেকেই পরিচালিত হয়েছে অধিকাংশ হামলা। বেসামরিক এলাকায় নির্বিচারে বিমান ও স্থল হামলার অভিযোগ উঠেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জেরে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। শুধু গত এক মাসে ইসরাইলি বাহিনীর পুনরায় শুরু করা অভিযানে প্রাণ হারিয়েছেন ১,৫০০ জনের বেশি।

গত ১৯ জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় তিন পর্বের যুদ্ধবিরতির চুক্তি হলেও তার দ্বিতীয় পর্বে না গিয়েই ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরাইল।

নতুন অভিযানের পর থেকে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল, ফলে মারাত্মক খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে গাজার বাসিন্দারা। আন্তর্জাতিক মহল পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করছে।

বিআরইউ