পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটার কালাত এলাকায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতের মধ্যে দুইজনই নারী। এ ছাড়া এতে আহত হয়েছে আরও পাঁচ জন। শুক্রবার (২৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেভিস (প্রাদেশিক আধাসামরিক বাহিনী) কর্মকর্তারা বলেছেন, রাস্তার পাশে রাখা আইইডি দিয়ে বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটানো হয়। এটি একটি গাড়িকে আঘাত করে। নিহতরা হচ্ছেন, আব্দুল্লাহ, গুল বানু, খাইর এবং বিবি হাসীনার এক কন্যা।
আহতরা হচ্ছেন, আলি জান, মুহাম্মহ হায়াত, মির গুল, ইজ্জত খান এবং মুহাম্মদ আসলাম।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে লেভিসের একটি দল পৌঁছেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিআরইউ