ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক    প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৭:৪৪ পিএম
ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ছবি: সংগৃহীত

ইউক্রেনে এককভাবে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এ সময়ের মধ্যে কিয়েভকেও হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরা

সোমবার (২৮ এপ্রিল) বিকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রুশ বাহিনী আগামী ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে।

এমন এক সময় এই ঘোষণা আসল যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপে রয়েছে মস্কো।  

আগামী ৯ মে গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার এর (মহান দেশপ্রেমিক যুদ্ধ) ৮০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১৯৪২ থেকে ১৯৪৫ সালের সময়কালে জার্মানির বিরুদ্ধে তাদের যুদ্ধের জন্য ব্যবহৃত শব্দ। যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত।

বিবৃতিতে ক্রেমলিন অস্থায়ীভাবে কিয়েভকে যুদ্ধবিরতেতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এ সময়ের মধ্যে যদি ইউক্রেনের বাহিনী নিয়ম লঙ্ঘন করে হামলা চালায় তাহলে রুশ বাহিনীও পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। 

আরএস