নয়া পল্টন থেকে গ্রেপ্তার বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল কাদের ভূইয়া জুয়েলের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু এই তথ্য জানিয়েছেন। এছাড়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ ২২ আসামীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
পল্টন থানার মামলায় ১৪ জন এবং মতিঝিল থানার মামলায় ৯ জনসহ মোট ২৩ জনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে সংঘর্ষের জেরে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিমুল বিশ্বাসসহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করে।
এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপির সন্ত্রাসীরা পুলিশের ওপর হঠাৎ করে হামলা করেছে। জান মাল রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যা যা৷ ব্যবস্থা নেওয়া প্রয়োজন পুলিশ সেই ব্যবস্থা নিয়েছে। কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ইএফ