কর্মজীবনে এক যুগ শেষ করে ১৩ তম বছরে পা দিয়েছেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
১২তম বর্ষপূর্তির উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৫ জানুয়ারি) ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদে আয়োজনে ভোলা সরকারি কলেজ`র হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও সহযোগী অধ্যাপক (বাংলা) মো. মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ৩১তম বিসিএস (সাধারণ শিক্ষা) এসোসিয়েশনের সভাপতি ও সহকারী অধ্যাপক (সমাজকর্ম) মো. হাবিবুল আহসান, সহকারী অধ্যাপক (দর্শন) মো. মহিবুর রহমান নুহু, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) মো. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক (ইতিহাস)মো. ইব্রাহিমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুর রহমান নুহু স্বাগত বক্তব্যে বলেন, ৩১ তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই দীর্ঘ সময়ে দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছেন।নিজেদের অর্থে অসহায় মানুষদের জন্য ঘরও নির্মাণ করে দিয়েছেন সংগঠনের সদস্যরা। বিশেষ করে করোনাকালে যখন সবাই অনেকটা ঘরবন্দি ছিলেন তখন সংগঠনটির সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিরন্ন মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন। যা বেশ প্রশংসা কুড়িয়েছিল।এছাড়াও চাকরিতে যোগদানের ১০বছর পূর্তিতে সারাদেশে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি পালন করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
এর আগেও সারাদেশে ছড়িয়ে থাকা সংগঠনের সদস্যরা নিজ নিজ কর্মস্থলে বিপুল সংখ্যক নানা প্রজাতির গাছ রোপন করেছেন।প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাই নিজ নিজ দফতরে পেশাগত কাজ করলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করছি।
মননশীলতা,বুদ্ধিবৃত্তিক চর্চা ও সৃজনশীল উন্নত মানসিকতা বিকাশ লাভের নিমিত্তে ৩১তম বিসিএসের সদস্য হিসেবে ভোলা সরকারি কলেজে আমি "পাঠচক্র" সংগঠন প্রতিষ্ঠা করেছি। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। চাকরি জীবনের ১২ বছর পার করে ১৩তম বছরে পদার্পণের শুভক্ষণে ৩১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাবিবুল আহসান সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।উল্লেখ্য ৩১তম বিসিএসের সদস্যরা ২০১৩ সালের ১৫ জানুয়ারি যোগদান করেন।জন প্রশাসন মন্ত্রনালয় থেকে ২০১২ সালের ২৭ ডিসেম্বর এই বিসিএসের গেজেট হয়।
আরএস