১২ দলীয় জোটের শীর্ষনেতা ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব আহসান হাবিব লিংকন কারামুক্ত হয়েছেন।
শুক্রবার দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় ১২ দলীয় জোটের বিভিন্নস্তরের নেতাকর্মীরা কারাফটকে উপস্থিত ছিলেন।
ভাটারা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় রবিবার হাইকোর্ট থেকে জামিন পান লিংকন।
গত বছরের ৯ অক্টোবর নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান এবং সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমানসহ লিংকনকে ৪ বছরের কারাদণ্ড দেয় আদালত।
৭ নভেম্বর আদালতে এই মামলায় তারা জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এই মামলার বাকি তিনজন আসামীও ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন।
এইচআর