মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:১৭ পিএম
মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ইমান আলী উপজেলার চৌমূহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত মলই মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রেলস্টেশনের প্লাটফর্মে বসবাস করতো।

মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানানো হয়েছে।

ইএইচ