তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।
জানা গেছে, সারা দেশে তাপ প্রবাহ বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চম দফায় জারি করেছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই গতকাল রবিবার খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ দিন তীব্র গরমে হিটস্ট্রোকে দুই শিক্ষক মারা যায়। অসুস্থ হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এ নিয়ে অভিভাবকদের দাবি ছিলো অনলাইন ক্লাসের। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পাঁচ জেলার তীব্র তাপমাত্রার কারণে সারাদেশে প্রতিষ্ঠান বন্ধ রাখতে চায়নি। শুধুমাত্র পাঁচ জেলার মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এরই মাঝে আজ হাইকোর্ট স্ব-প্রণোদিত হয়ে এ নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিলো গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত। দেশজুড়ে টানা ২৯ দিন ধরে চলছে তাপপ্রবাহ, যা আরও ২ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
আরএস/বিআরইউ